কোচবিহার

মুখ্যমন্ত্রীর ধমকের জের! নড়েচড়ে বসলো অভিযান প্রশাসন।

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। মমতার এই ধমকের পরেই নড়েচড়ে বসলে কোচবিহার জেলা পুলিশ। সোমবার রাত থেকেই কোচবিহার সাগরদিঘির চারপাশে অভিযান চালানো শুরু করে পুলিশ।

পুলিশ আধিকারিকদের সঙ্গে কর্মীরাও। সাগরদিঘী কোচবিহার শহরের প্রাণকেন্দ্র, সেখানেই শুরু হয় বাইক অভিযান। বাইক আরোহীরা হেলমেট পড়েছেন কিনা তা খতিয়ে দেখে হেলমেট বিহীন আরোহীদের ফাইন করা হয়। রাস্তার ধারে ফুটপাতে থাকা দোকানগুলোর জন্য সতর্কবার্তা জারি করে পুলিশ। প্রায় ঘন্টাখানেক এই অভিযান চালানো হয়। কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডিএসপি হেডকোয়ার্টার ডিএসপি ট্রাফিক ট্রাফিক ইনচার্জ কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন।

এদিন অভিযান চালিয়ে বেশকিছু হেলমেট বিহীন বাইক আরোহীকে ধরার পাশাপাশি বেপরোয়াভাবে চালানো গাড়িগুলিকেও আটক করা হয়। তবে কি শুধু ধমকের চক্করেই এই তৎপরতা? পুলিশ আধিকারিকরা জানিয়েছেন একেবারেই নয় নিয়মিত এই ধরনের রুটিন চেকআপ চলবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *