পশ্চিম মেদিনীপুরশীর্ষ খবরস্বাস্থ্য

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কেশিয়াড়িতে শুরু হলো দুয়ারে পিজি

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বুধবার থেকে রাজ্যে শুরু হল দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার এই কর্মসূচি। এই প্রকল্পের প্রথম শিবির শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকে। প্রশাসনিক সূত্রে জনা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে এই শিবির। কেশিয়াড়ি ব্লকের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে শিবির হচ্ছে। দুদিনের শিবিরে অংশ নিয়েছেন কলকাতার পিজি হাসপাতালের ৪০ জন চিকিৎসক। কেশিয়াড়ীর মতো প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষ যাতে রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা পান, সেই কারণেই মুখ্যমন্ত্রী দুয়ারে ডাক্তার প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এলাকাবাসীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন এই কর্মসূচিতে রাজ্য সরকারের উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

বুধবার কেশিয়াড়ীতে প্রদীপ প্রজ্বোলনের মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আয়েশা রানি, জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী,জেলা পরিষদের শিক্ষা কর্মাদক্ষ মামনী মান্ডী,সহ অনেকেই। প্রাথমিকভাবে এই জেলায় শিবির শুরু হলেও পরবর্তীকালে অন্য জেলাগুলিতেও শুরু হবে শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *