জলপাইগুড়িপশ্চিমবঙ্গরাজ্য

মুখ্যমন্ত্রীর আগমনে তৎপরতা তুঙ্গে জলপাইগুড়ি শহরে।

কোচবিহারের সভায় ঝড় তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার তার ডেস্টিনেশন জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে চলছে যুদ্ধকালীন তৎপরতা। নেত্রী পৌঁছানোর আগেই প্রস্তুতি মঞ্চ তৈরি হচ্ছে।

লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রী নানান প্রকল্পের সাথে সজ্জিত হচ্ছে। শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুপুরে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা আসনে দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে একটি সভায় যোগ দেবেন। সভাটি জলপাইগুড়ি বিধানসভার অন্তর্গত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এবিপিসি মাঠে অনুষ্ঠিত হবে। সকাল থেকেই নেত্রীর জনসভার শেষ প্রস্তুতি দেখতে মঞ্চে হাজির ছিলেন জেলা প্রাক্তন সভাপতি চন্দন ভৌমিক।

জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের বসার জন্য রাখা হয়েছে এক হাজার চেয়ার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জলপাইগুড়ি।। এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক বলেন, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত আজ নেত্রী আসছেন আমাদের মাঝে। তবে মহিলাদের উচ্ছ্বাস বেশি চোখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *