জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজস্বাস্থ্য

মা ওয়েলফেয়ার ট্রাস্ট এর বর্ষপূর্তিতে রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর :: মা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে রক্তদান অনুষ্ঠান হয় তমলুক ব্লাডব্যাঙ্কে৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হসপিটাল সুপার ডাঃ ভাস্কর বৈষ্ণব ৷ আজ সকাল থেকে মা ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা পথে নেমে চন্ডীপুর থানার সহযোগিতায় চন্ডীপুর বাজারে ওমিক্রম সচেতনতা সহ মাস্ক বিতরণ করেন দক্ষিন নরঘাট পর্যন্ত ৷ এছাড়াও নন্দকুমার থানার সহযোগিতায় উঃ নরঘাট হয়ে নন্দকুমার হাইরোড ও নন্দকুমার বাজারে মানুষদের ওমিক্রমের সচেতনতামূলক প্রচার ও মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করা হয়েছে৷ এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তমলুক SDPO সাহেব মাননীয় সাকিব আহম্মেদ মহাশয় সহ নন্দকুমার থানার ওসি মনোজ কুমার , নন্দকুমার থানার SP রহমতুল্লা খান চন্ডীপুর থানার ওসি সুকমল ঘোষ, ASI অচিন নিয়োগী সহ অনান্যরা৷ সংস্থার সদস্যরা জানান , তাঁদের এই কর্মসূচিতে বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন৷ সকলকেই সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাডাও পরবর্তীতেও সমাজকল্যানমূলক কর্মসূচিতে সকলের আর্শিবাদ , সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।৷ এক সুস্থ সমাজ , সুস্থ পরিবেশ গড়ে তোলা সংস্থার লক্ষ্য বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *