মালদারাজনীতি

মালদা জেলায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব প্রতিনিধি,মালদা:-শিবসেনা আমাদের পুরনো সঙ্গী। তাই তাদের খোঁজখবর রাখতে হয়। মহারাষ্ট্র প্রসঙ্গে মালদা টাউন স্টেশনে নেমে একথা বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেছেন, কিন্তু কোন কিছুই লাভ হয়নি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমনটাই জানালেন দিলীপ ঘোষ।আজ জেলায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছেন তিনি। আজ সকালবেলা শতাব্দি এক্সপ্রেসে তিনি মালদায় পৌঁছান। সারাদিন ধরে রয়েছে এই দলীয় সাংগঠনিক বৈঠক।স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে‍ন। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুর প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শতাব্দি এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্ব। এরপরে সরাসরি গৌড় ভবনে চলে যান বিজেপি সাংসদ। মালদায় দীলিপবাবুর একটি কর্মী বৈঠক করার কথা রয়েছে।এদিন মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রে মোদি সরকার যেভাবে দেশকে বিশ্বের মানচিত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অতুলনীয়। এই প্রথম দেশের একজন পূর্ব ভারতের আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। বিরোধীরা যতই সংগঠিত হওয়ার চেষ্টা করুক না কেন রাষ্ট্রপতি দৌড়ে আমরা রয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা।এদিন এরাজ্যে শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে তৃণমূলকে তুলোধোনা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, একটা একটা করে দুর্নীতি বেরিয়ে আসছে। কাটমানি তো আছেই। এখন শিক্ষক নিয়োগেও চরম দুর্নীতি প্রকাশ্যে চলে এসেছে। যারাই এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন আমরা চরম শাস্তির ব্যবস্থা দাবি জানিয়েছি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *