খেলাধুলাবিনোদনমানিকচকমালদাশীর্ষ খবর

মালদার মানিকচকের টিপটপ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় ব্যাট মিন্টন টুর্নামেন্ট

পার্থ ঝা, মানিকচক:প্রতিবছরের মতো এবছরও মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের টিপটপ ক্লাবের তরফে আয়োজিত হয় ব্যাট মিণ্টন টুর্ণামেণ্ট।রবিবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমদীপ সরকার,মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভীক শঙ্কর কুমার,সমাজসেবী মুখেলেশুর রহমান,এহেসানুর রহমান খাঁন সহ অনান্যরা।

এদিন খেলায় মালদা বনাম বালুরঘাট মুখোমুখি হয়।টানটান উওেজনার মধ্যে দিয়ে বালুরঘাট জয়ী হন।জয়ী দলের হাতে ক্লাবের তরফে ট্রফি তুলে দেওয়া হয়।খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *