দার্জিলিংমালদা

মালদাতে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

আজ রবিবার ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিষ্ঠার সমর্থনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বালুরঘাটে সভা করে গেছেন তিনি পাশাপাশি আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রে আসছেন তিনি। তার সঙ্গে থাকছেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

মূলত তিনটি সভা করবেন তারা দার্জিলিং এর পাশাপাশি মুর্শিদাবাদ মালদাতেও সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন রাজু বিষ্ঠা। ২৪ এর লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। পাহাড়ের এই আসন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল এই কেন্দ্রে ভোট। তার আগে এই আসনের জন্য পাহাড়ে সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে দার্জিলিং এর পর মালদহ উত্তর আসনের সভা করবেন রাজনাথ সিং।

সেখানে গত ১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে গিয়েছিলেন খগেন মুর্মু। এবারেও বিজেপি তাকে প্রার্থী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *