নন্দকুমারপূর্ব মেদিনীপুর

মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাল নন্দকুমার থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নন্দকুমারের দক্ষিণ নারিকেলদা দেশবন্ধু বিদ্যাপীঠ লক্ষ করা গেল পুলিশি অন্য ভূমিকায়, এদিন নন্দকুমার থানার পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরীক্ষা কেন্দ্রে পার্শ্ববর্তী সাতটা স্কুল ভান্ডারবেড়িয়া দেবেন্দ্র হাই স্কুল, কাকগেছিয়া সত্যনারায়ণ হাই স্কুল, খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ, মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ, শিমুলিয়া চন্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ, কামারদা চারু ভগবতী বালিকা বিদ্যামন্দির, যোগীখোপ গার্লস হাই স্কুল নিয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০২জন, ছাত্রের সংখ্যা ১৯৯ এবং ছাত্রীর সংখ্যা ২০৩ জন।

এদিন পরীক্ষার্থীদের সকাল এগারোটায় স্কুল ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করানো হয়। পরীক্ষা শুরু হয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ‌। শেষ হবে দুপুর ৩টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *