কাঁথিজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

মাধ্যমিক পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল কাঁথির বকুয়াবাঁধ মডার্ন পাবলিক অ‍্যাকাডেমি স্কুলে

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : Deshopran Education Forum ( কাঁথি) ও Students Islamic Organisation of India ( SIO ) কাঁথি শাখার আয়োজনে মাধ্যমিক প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়েছে বকুয়াবাঁধ মডার্ন পাবলিক অ‍্যাকাডেমি স্কুলে। এদিন উপস্থিত ছিলেন বনমালি চট্টা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মামুদ হোসেন। কাঁথি আদালতের বিশিষ্ট আইনজীবী আবদুল হামিদ খান। S.I.O. সাংগঠনিক প্রতিনিধি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সেক সামাউল আলি, কন্টাই ব্লক সভাপতি সাহিনুল আরিফ খান, প্রাক্তন জেলা সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ। ফোরামের সম্পাদক তথা কসবাগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল আলি খান সহ সম্পাদক বিপ্লব মান্না। কনভেনার দীপু খান। আবদুল সাত্তার, সেক ইকবাল, সন্তু বেরা, রাহুল আলি সাহা, সেক সাবার, ইবনে সিনা সহ আরো অনেকে। দেশপ্রান ব্লকে সহ কাঁথির বিভিন্ন স্কুলের ১৫০ জন ছাত্র ও ছাত্রীরা এই শিবিরের উপস্থিত হন।পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তে টিপস দেন কাঁথি ক্ষেত্রমোহন স্কুলের স্বনাম ধন‍্য শিক্ষক সোনার বাংলা গিরি, বোগদাদ হোসেন, ফুলেশ্বর দুরমুঠ হাই স্কুলের শিক্ষক সুশান্ত দাস সহ আরো অন্যান্য শিক্ষকরা। ফোরাম সম্পাদক নজরুল আলি খান বলেন এই ফোরাম ও S.I.O. এর যৌথ উদ্যোগে বিগত দশ বছর ধরে এই মাধ‍্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি ক‍্যাম্প করছেন দেশপ্রান ব্লকে। সবশেষে কনভেনার দীপু খান বলেন ফোরাম সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আজকের এই ক‍্যাম্পে এসে পরীক্ষার্থীরা খুব খুশি হয়েছে। ছাত্র ও ছাত্রীরা বলেন স্কুল বন্ধ থাকার কারনে পরীক্ষা বিষয়ে অনেক কিছু সমস্যা ছিল। আজকে এই ক‍্যাম্পে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম। SIO জেলা সম্পাদক সেক সামাউল আলি বলেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড , শিক্ষা অর্জন প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক । সুন্দর দেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষা অর্জন করতে হবে “। S.I.O এর প্রাক্তন জেলা সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ সমস্ত পরীক্ষার্থীদের সাফল‍্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *