জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা প্রস্তুতি শিবির করলো ছাত্রসংগঠন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :: Students Islamic Organisation of India ( SIO ) পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের উত্তর সোনামুই ইউনিটের আয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়েছে উত্তর সোনামুই প্রাথমিক বিদ্যালয় (মক্তব) স্কুলে। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক স্বপন মাইতি মহাশয়, এবং বিশিষ্ঠ শিক্ষক আকসারুল খান মহাশয় সহ এলাকার সমাজসেবী মানুষেরা । S.I.O. সাংগঠনিক প্রতিনিধি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সেক সামাউল আলি, উত্তর সোনামুই ইউনিট সভাপতি সেক ফিরদাউস আলি,ইউনিট সম্পাদক মেহেদী হাসান সহ সেক আলিমুদ্দিন, সেক রহমান ,সেক মুজাহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তমলুক শহরের এর বিভিন্ন স্কুলের প্রায় ৫০ জন ছাত্র ও ছাত্রীরা এই শিবিরের উপস্থিত হন।পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তে টিপস দেওয়া হয়। আজকের এই ক‍্যাম্পে এসে পরীক্ষার্থীরা খুব খুশি হয়েছে। শুভেন্দু মাইতি নামে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলেন , “স্কুল বন্ধ থাকার কারনে পরীক্ষা বিষয়ে অনেক কিছু সমস্যা ছিল। আজকে এই ক‍্যাম্পে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম” । সংগঠনের পক্ষ থেকে সবশেষে ফাইল,পেন, পরীক্ষা প্রস্তুতি টিপস্ উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের কে দেওয়া হয় । SIO জেলা সম্পাদক সেক সামাউল আলি বলেন, ” আজকের ছাত্র সমাজ হলো আগামী দিনের দেশ গড়ার কারিগর, আগামীর উজ্জ্বল প্রত্যাশা। এই কারণেই এখন থেকে ছাত্র-ছাত্রীদের নৈতিক বোধসম্পন্ন ভাবে গড়ে ওঠা উচিত”। এবং তিনি সবশেষে সমস্ত পরীক্ষার্থীদের সাফল‍্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *