জেলাব্রেকিং নিউজ

মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উদযাপন হল নিমতৌড়ীতে।

শ্রীকৃষ্ণ মাইতি, নিমতৌড়ী : মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিবস উপলক্ষে জেলা জুড়ে পালিত হল মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উদযাপন। ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর তমলুক থানা দখলে ইংরেজদের গুলিতে শহীদ হয়েছিল মাতঙ্গিনী হাজরা। প্রতি বছরের মতো এই বছর দিনটি মর্যাদার সহিত পালন করল তমলুকের নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী ড সৌমেন কুমার মহাপাত্র। এদিন মন্ত্রী মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করার পর মাতঙ্গিনী হাজরা আবক্ষমূর্তি মাল্যদান করেন। এদিন সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির, সহায়ক যন্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সত্রুঘ্ন জানা, সংস্থার সম্পাদক যোগেশ সামন্ত, শিবরাম ভট্টাচার্য প্রমুখ। মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিবস সারা ভারতবর্ষ জুড়ে সর্বত্র পালিত হচ্ছে আজকের এই দিন। সেই ভাবে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতি একটি দৃষ্টান্তমূলক সংস্থা। এখানে পিছিয়ে পড়া, অবহেলিত, নিপীড়িত, ব্যক্তিদের নিয়ে কাজ করছে। এই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *