পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদলশীর্ষ খবর

মহিষাদলের পড়ুয়ারা ড্রোন থেকে সার্কিট তৈরির গবেষণায় নজর দিচ্ছে

নিজস্ব প্রতিনিধি, মহিষাদলঃ বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের এগিয়ে নিয়ে যেতে নানা যন্ত্রপাতি গড়ে তুলে নজির গড়ছেন বাংলার ছাত্রছাত্রীরা।এবার বাংলা ও দেশের সামনে কিছু করে দেখানোর চেস্টায় মহিষাদল ব্লকের লক্ষ্যা হাই স্কুলের পড়ুয়ারা। সরকারি সাহায্যে শুক্রবার স্কুলে চালু হয় আধুনিক মানের”অটল টিংকারিং ল্যাব”। ২০ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি গড়ে উঠেছে। বর্তমান সময়ের উপযোগী যন্ত্রপাতি তৈরি করছেন স্কুলের পড়ুয়ারা। ল্যাবের উদ্বোধন করেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলকাতার প্রফেসর অনির্বাণ দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ মানস পন্ডা সহ অন্যান্যরা। কোভিড বিধি মেনে এদিন ল্যাবের শুভ উদ্বোধন ঘটে। প্রফেসর অনির্বাণ দাস ভারতীয় সৈনিকদের জন্য বিশেষ জুতো আবিষ্কার করে যে খ্যাতি অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করেছে আগামীদিনেও লক্ষ্যা হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা তথা দেশের জন্য বিশেষ কিছু আবিস্কার করবে। আশা স্কুল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *