জেলাবিনোদনব্রেকিং নিউজময়না

ময়না রাসমেলা শ্যামসুন্দর জিউকে নৌকা যাত্রার সময় ভয়াবহ আগুন!

নিউজ বাংলা টুডে ডেস্ক: ময়না মেলার শুরুতেই ঘটে যায় বিপত্তি। শ্যামসুন্দর জিউকে নৌকা বিহারের সময় , নৌকায় লাগানো বাজির আগুন কোনও কারণে ছিটকে যায় বিপরীত দিকে। আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাস মেলার অনুষ্ঠান মঞ্চ। প্রসঙ্গত গতকাল আনুষ্ঠানিকভাবে ময়নাগড়ের রাস মেলার শুভ উদ্বোধন করেছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আর তার পরেই ভোররাতেই লাগে ভয়াবহ আগুন কাণ্ড। প্রসঙ্গত ময়নাগড়ের শ্যামসুন্দর জিউ আতশবাজি সহযোগে ময়নার রাসমঞ্চে আসে। হঠাৎ করেই আজ ভোররাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল হাজার হাজার দর্শণার্থী। সূত্রের খবর ময়নাগড়ের রাসমেলার অনুষ্ঠান মঞ্চের ঠিক পিছনে একটি হোগলা বন।যা অনেকটা আগুন দাহ্য। কোন কারণ বশত হোগলা বনে আগুন গিয়ে অগ্নিকাণ্ড ঘটে। তবে অনুষ্ঠান মঞ্চকে আগুনের হাত থেকে রক্ষা করল রাস মেলা কমিটির সদস্য এবং দর্শনার্থী। সবাই হাতে হাত লাগিয়ে জল দিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণে আনল। তবে সেবারে কোনো ক্ষতি হয়নি বলে জানান মেলা কমিটির সহসভাপতি।

এ বিষয়ে প্রাক্তন শিক্ষক তথা ময়না মেলা কমিটির সহ সভাপতি রবীন্দ্রনাথ ভৌমিক বলেন সামান্য কিছু গোলযোগের কারণেই নাকি এমনটা হয়। তিনি আরও বলেন প্রতিবছরের মতোই এই বছরেও মেলা কমিটির পক্ষ থেকে যথেষ্ট গুরুত্ব সহযোগেই করা হয়েছিল প্রস্তুতি। ছিল করা পুলিশি ব্যবস্থাও। তাঁর কথা অনুযায়ী জানা যায় , বাজির আগুন ছিটকে গেলেও তা বেশী দূর যায়নি। তাই স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি কোনো কিছুই । মেলা বা মন্দিরেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সহ সভাপতির মতে এই সামান্য দুর্ঘটনা বাদে মেলা সুষ্ঠভাবেই শুরু হয়েছে। আগামিদিনেও কোনও দুর্ঘটনা ঘটবে না এমনটাই আশ্বাস দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *