পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়না

ময়না ব্লকে খনিজ তেলের খোঁজে খনন, আশ্বাস ক্ষতিপূরনের ৷

নিজস্ব প্রতিনিধি, ময়না, সুজিত মন্ডল ময়না ব্লকের সুদামপুর গ্রাম সংলগ্ন চন্ডীয়া নদীতে খনিজ জেলার খোঁজে খনন শুরু . করেন ONGC। চাষ জমিতে কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে বলে জানা যায় ONGC র পক্ষ থেকে ৷ নদীর চড়ে এই সময় শীতকালীন সর্ষে ও বিভিন্ন ধরনের শাক সব্জি হয়ে থাকে ৷ খনিজ তেলের সন্ধান করতে গিয়ে দুঃস্থ প্রান্তিক চাষীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষীদের একাংশ ৷ প্রশাসন ও ONGC – র পক্ষ থেকে জানানো হয়েছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে পূর্ব ও পশ্চিম মোদনীপুর জেলার মধ্যে অবস্থিত চন্ডীয়া নদীর চড়ে যে আটটি পয়েন্ট চিহ্নিত করে মাটি খোঁড়ার কাজ হচ্ছে সেখানে চাষের জমির কোনো ক্ষতি হলে সংস্থার তরফে তা দিয়ে দেওয়া হবে, এর জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে ৷ বিজেপির কিষান মোর্চার পশ্চিম মন্ডলের সভাপতি সন্দীপ সামন্ত বলেন আমরা ওই কাজে সহযোগিতা করতে চাই ৷ তবে শীতকালীন সবজি চাষে চাষীদের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দাবি জানানো হয়েছে সংস্থার কাছে। পঞ্চায়েত সামিতির সহ-সভাপতি সুব্রত মালাকার বলেন. এই সংস্থার পক্ষ থেকে চাষীদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে ৷ময়না ব্লকের সুদামপুর গ্রাম সংলগ্ন চন্ডীয়া নদীতে খনিজ জেলার খোঁজে খনন শুরু . করেন ONGC। চাষ জমিতে কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে বলে জানা যায় ONGC র পক্ষ থেকে ৷ নদীর চড়ে এই সময় শীতকালীন সর্ষে ও বিভিন্ন ধরনের শাক সব্জি হয়ে থাকে ৷ খনিজ তেলের সন্ধান করতে গিয়ে দুঃস্থ প্রান্তিক চাষীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষীদের একাংশ ৷ প্রশাসন ও ONGC – র পক্ষ থেকে জানানো হয়েছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে পূর্ব ও পশ্চিম মোদনীপুর জেলার মধ্যে অবস্থিত চন্ডীয়া নদীর চড়ে যে আটটি পয়েন্ট চিহ্নিত করে মাটি খোঁড়ার কাজ হচ্ছে সেখানে চাষের জমির কোনো ক্ষতি হলে সংস্থার তরফে তা দিয়ে দেওয়া হবে, এর জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে ৷ বিজেপির কিষান মোর্চার পশ্চিম মন্ডলের সভাপতি সন্দীপ সামন্ত বলেন আমরা ওই কাজে সহযোগিতা করতে চাই ৷ তবে শীতকালীন সবজি চাষে চাষীদের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দাবি জানানো হয়েছে সংস্থার কাছে। পঞ্চায়েত সামিতির সহ-সভাপতি সুব্রত মালাকার বলেন. এই সংস্থার পক্ষ থেকে চাষীদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে ৷ময়না, সুজিত মন্ডল ময়না ব্লকের সুদামপুর গ্রাম সংলগ্ন চন্ডীয়া নদীতে খনিজ জেলার খোঁজে খনন শুরু . করেন ONGC। চাষ জমিতে কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে বলে জানা যায় ONGC র পক্ষ থেকে ৷ নদীর চড়ে এই সময় শীতকালীন সর্ষে ও বিভিন্ন ধরনের শাক সব্জি হয়ে থাকে ৷ খনিজ তেলের সন্ধান করতে গিয়ে দুঃস্থ প্রান্তিক চাষীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষীদের একাংশ ৷ প্রশাসন ও ONGC – র পক্ষ থেকে জানানো হয়েছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে পূর্ব ও পশ্চিম মোদনীপুর জেলার মধ্যে অবস্থিত চন্ডীয়া নদীর চড়ে যে আটটি পয়েন্ট চিহ্নিত করে মাটি খোঁড়ার কাজ হচ্ছে সেখানে চাষের জমির কোনো ক্ষতি হলে সংস্থার তরফে তা দিয়ে দেওয়া হবে, এর জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে ৷ বিজেপির কিষান মোর্চার পশ্চিম মন্ডলের সভাপতি সন্দীপ সামন্ত বলেন আমরা ওই কাজে সহযোগিতা করতে চাই ৷ তবে শীতকালীন সবজি চাষে চাষীদের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দাবি জানানো হয়েছে সংস্থার কাছে। পঞ্চায়েত সামিতির সহ-সভাপতি সুব্রত মালাকার বলেন. এই সংস্থার পক্ষ থেকে চাষীদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে ৷ময়না ব্লকের সুদামপুর গ্রাম সংলগ্ন চন্ডীয়া নদীতে খনিজ জেলার খোঁজে খনন শুরু . করেন ONGC। চাষ জমিতে কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে বলে জানা যায় ONGC র পক্ষ থেকে ৷ নদীর চড়ে এই সময় শীতকালীন সর্ষে ও বিভিন্ন ধরনের শাক সব্জি হয়ে থাকে ৷ খনিজ তেলের সন্ধান করতে গিয়ে দুঃস্থ প্রান্তিক চাষীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষীদের একাংশ ৷ প্রশাসন ও ONGC – র পক্ষ থেকে জানানো হয়েছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে পূর্ব ও পশ্চিম মোদনীপুর জেলার মধ্যে অবস্থিত চন্ডীয়া নদীর চড়ে যে আটটি পয়েন্ট চিহ্নিত করে মাটি খোঁড়ার কাজ হচ্ছে সেখানে চাষের জমির কোনো ক্ষতি হলে সংস্থার তরফে তা দিয়ে দেওয়া হবে, এর জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে ৷ বিজেপির কিষান মোর্চার পশ্চিম মন্ডলের সভাপতি সন্দীপ সামন্ত বলেন আমরা ওই কাজে সহযোগিতা করতে চাই ৷ তবে শীতকালীন সবজি চাষে চাষীদের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দাবি জানানো হয়েছে সংস্থার কাছে। পঞ্চায়েত সামিতির সহ-সভাপতি সুব্রত মালাকার বলেন. এই সংস্থার পক্ষ থেকে চাষীদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *