ব্রেকিং নিউজময়না

ময়নার ১০৯ বছরে তিন কালীমায়ের পূজোর বোধন

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিমীপুর জেলার ময়না ব্লকে পূর্ব দক্ষিণ মায়না গ্রামের ১০৯ বছরের তিন কালী মাযের পুজোর শুভ বোধন হল আজ ৷ প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের ভৈমী একদশীতে এই তিন কালী মায়ের বোধন হয়ে থাকে।

সর্ব সাধারণ মনে করেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। সকল যজ্ঞ ও তীর্থের পূণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ করে। তাই তিন কালী মারের বোধন এই শুভ তিথিতেই সম্পন্ন করা হয়৷ পূজো কমিটির সম্পাদক স্বপন পাঁজা ও সভাপতি বানেশ্বর ভৌমিক জানালেন, পূর্ব দক্ষিণ ময়না, পাঁচ পুকুরিয়া, পূর্ব দোবান্দি পাটনা, শ্যামগঞ্জ ও নোনাকুড়ি র গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় ও সম্বন্বয়ে তিন কালী মায়ের পূজো সম্পন্ম হয়ে থাকে ৷ এই পুজোর শুভারম্ভ হবে ১৭ই ফাল্গুন ১৯২৮ বঙ্গাব্দে ২ রা মার্চ ২০২২ সালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *