পূর্ব মেদিনীপুরময়নাশীর্ষ খবর

ময়নায় বোমাবাজি ঘটনার পর পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, ময়না: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রামে প্রবেশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ওই গ্রামের বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত মিদ্দার বাড়িতে দুপুরের মধ্যাহ্ণভোজন সারেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাকচাগ্রামে ঢুকতেই গ্রামের মানুষজন ছুটে আসেন,জয় শ্রীরাম ধ্বনিতে স্বাগত জানায় ময়নার মানুষ। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন ময়নার মানুষজন।

তাঁর পাশাপাশি বাকচায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তিনি। এবং বাকচার বোমাবাজি এলাকা পরিদর্শন করেন। কিছুদিন আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকায় ব্যাপক পরিমাণে বোমাবাজি করেছিল এবং বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করেছিল বেশকিছুদিন আগে। এক প্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাকচার মানুষজন। আজ সেই স্পর্শকাতর এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী।

বাকচা গ্রামের বিজেপি পঞ্চায়েত প্রসেনজিৎ ভৌমিকের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল,এমনকি এখনও পর্যন্ত ওই বিজেপি পঞ্চায়েত বিনা অপরাধে জেলবন্দী, তাঁর বাড়ির মধ্যে ঢুকে সরজমিনে পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়নার বাকচা এলাকার সমস্ত ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে জানাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *