Breakingব্রেকিং নিউজময়নাশীর্ষ খবর

ময়নায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি রাখি বন্ধন উৎসব

নিউজ বাংলা লাইভ : ময়না;বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হও, কবি গুরুর এই গানের মধ্য দিয়ে এক হওয়ার বার্তা দিয়েছিলেন। যেকোনো সম্পর্ককে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখার উৎসব রাখি বন্ধন। রাখি বন্ধন সম্প্রীতি উৎসব এখানে নেই জাত ধর্মের ভেদাভেদ। হয়তো এই উৎসবের গুরুত্ব বুঝেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বুধবার ময়না ব্লকের ময়না বাইপাসে নিউজ বাংলা লাইভ পরিবার এবং ময়না থানার উদ্যোগে এবং পেইন্ট ডক্টর সহযোগিতায় অনুষ্ঠিত হল সম্প্রীতির রাখি বন্ধন উৎসব ২০২৩।

উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমির পান, উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ সাহাজান আলি,

ময়নার জয়েন্ট বিডিও, বিশিষ্ট সমাজসেবী সন্দিব্রত দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুপদ বাসুলী, বিশিষ্ট সমাজসেবী তথা পেইন্ট ডক্টর কর্নধার সুশোভন জানা সহ ময়না থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারগণ। এদিন পথ চলতি সাধারণ মানুষ, বাইক ও টোটো, বাস এবং ট্রাক চালক এবং যাত্রীদের সেই সাথে ময়না ব্লক হাসপাতালে চিকিৎসক, নার্স এবং মুমুর্ষ রোগীদের পরিয়ে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন রাখি বন্ধন মধ্য দিয়ে ময়না থানার পক্ষ থেকে হেলমেটহীন বাইক আরোহীদের সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *