পূর্ব মেদিনীপুররাজনীতিহাওড়া

মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর অগ্নিকন্যা নন, উনি এখন বাংলার অভিশাপ মন্তব্য ফুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষ পালনের কর্মসূচিতে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন ফুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করে যাচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা উদাহরন দিয়ে বলেন রেলের জমিতে নির্মিত ব্রিজ তিনি উদ্বোধন করলেন অথচ রেলের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হলো না। ওই প্রকল্পে ৬০% টাকা রেল মন্ত্রক দিয়েছে ও ৪০% টাকা রাজ্যের। তিনি পরিহাস করে বলেন মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করার ওই দিনেই রাত্রিবেলা ওই ব্রিজে দুজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরের দিন ফের দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্বৃত করে বলেন তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই বাংলার মানুষের ক্ষতি হবে। একসময় তাকে বাংলার অগ্নিকন্যা বলা হলেও এখন তিনি বাংলার মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে।উল্লেখ্য বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে হাওড়া বিজেপি সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । উক্ত বৈঠকে উপস্থিত হয়েছিলেন হাওড়া সদর বিজেপি সভাপতি মনমোহন ভট্টাচার্য, ফুরসুরা বিজেপি বিধায়ক বিমান ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য দীনেশ পান্ডে সহ জেলার নেতৃত্বরা । উক্ত সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের কথা তুলে ধরেন। একইসঙ্গে কিভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে এ রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন তাও জানান তারা । এছাড়াও আগামী দিনে সাংগঠনিকভাবে কিভাবে কাজ করবে বা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে একটা আভাস দেন এই সাংবাদিক সম্মেলনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *