Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

মন্ডপের কাঠামোর কাজ চলছে, মন্ডপে নেই প্রতিমা, ফাঁকা মন্ডপেই ভার্চুয়ালী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ বাংলা লাইভ : দেবীপক্ষ পড়ল না,প্যান্ডেল তৈরি হল না,প্রতীমা মন্ডপে আসল না, কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে অনলাইনে ভার্চুয়ালি পুজো উদ্বোধন হল ঘটা করে। ২২টি জেলায় প্রায় ৮১০ এর অধিক পুজো উদ্বোধন হয়। ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর মধ্যে পূর্ব মেদিনীপুরের ৩১টি পুজোর উদ্বোধন হয়। দুর্গোৎসবের উদ্বোধন হলেও বেশ কিছু পুজো মন্ডপ সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়নি, মন্ডপে আসেনি প্রতিমা।পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি সংস্কৃতিক সংস্থা দুর্গোৎসব কমিটির মন্ডপ এখনও সম্পূর্ন ভাবে প্রস্তুত হয়নি, চলছে কাঠামোর কাজ,মন্ডপের মধ্যে এখনও পর্যন্ত আসেনি দূর্গা প্রতিমা। অন্যদিকে মেছেদার আরাধ্যা পূজো মন্ডপেও একই ছবি। কিন্তু পূজোর এখনও বেশকিছুদিন বাকি তাঁর আগেই মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালী উদ্বোধন হয়ে যায়।আর তাতেই ফাঁকা মন্ডপে হয়ে গেল দূর্গাপূজোর উদ্বোধন। তাঁর পাশাপাশি ওই ক্লাবের হাতে ৭০হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *