Breaking

মধ্যযুগীয় বর্বরতা চলছে! ঝাড়গ্রামে কুড়মীদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু!

নিউজ বাংলা লাইভ : গ্রামে পুরুষরা থাকতে পারছে না, যারা অপরাধী নয় তাদের উপরে অত্যাচার চালাচ্ছে পুলিশ এমনই অভিযোগ বিরোধী দলনেতার। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম জেলার গড়শালবনী এলাকায় কুড়িমিরা বিক্ষোভ দেখিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোনভয়ে। মন্ত্রী বীরবাহার গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন শাসক দল। আর তারপরেই নেতা অজিত মাহাতো সহ ১০ জন কুড়মী নেতাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে গড়শালবনী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকা ঘুরে দেখার পর সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। জানতে চান তাদের সাথে ঠিক কি ঘটছে এখন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বামফ্রন্ট সরকারের আমলের ঠিক শেষের দিকে এই ধরনের অত্যাচার শুরু হয়েছিলো। কুড়মী, মাহাত ও আদিবাসী সম্প্রদায় কে মাওবাদী তকমা দেওয়া হয়েছিল এবং তাদের তুলে নিয়ে গিয়ে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কলাই কুণ্ড তে। তিনি এও বলেন যে, বা যারা অভিযুক্ত তাদেরকে সনাক্ত করে শাস্তি দেওয়া হোক! তাদের জন্য সাধারণ গ্রামবাসীরা কেন ভুগবে। পাশাপাশি কুড়মী সমাজের পাশে থাকারও বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *