Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

মদ বিক্রিতে রেকর্ড, ষষ্ঠী থেকে দশমী পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রি প্রায় ৩১ কোটি টাকা

নিউজ বাংলা লাইভ : এ’বছর আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, পুজোর দিনগুলিতে খোলা থাকবে মদ দোকান। পুজোর দিনগুলিতে মদ থেকে ভাল রাজস্ব রাজ্যের ভাঁড়ারে‌ ঢুকবে তা আগেই অনুমান করা ছিল। জেলায় জেলায় মদ বিক্রির পরিমাণ তাতে শিলমোহর দিল। শুধু পূর্ব মেদিনীপুর জেলায় পুজোর দিনগুলিতে মদ বিক্রির পরিমাণ ৩১ কোটি টাকার বেশি।পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা যায়, দুর্গাপূজায় ষষ্ঠী থেকে দশমী, এই পাঁচ দিন শুধুমাত্র দেশি মদ বিক্রি হয়েছে ৩ লক্ষ ৪৭ হাজার টাকার।

পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে আরও জানা যায়, পুজোর পাঁচ দিন জেলা জুড়ে সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশি- বিলেতি মদের দোকান মিলিয়ে প্রায় ২৮০টি দোকান খোলা ছিল, আর তাতেই এই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। জেলায় সবচেয়ে বেশি দেশি মদ বিক্রি হয়েছে দুর্গা পূজার দশমীর দিন। এদিন ৭১ হাজার ৫৫৬.৬৫ ব্যারেল লিটার দেশি মদ বিক্রি হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলায় ষষ্ঠীর দিন মদ বিক্রির অঙ্ক ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার টাকা। সপ্তমীর দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার টাকায়। অষ্টমীর দিনও জেলা জুড়ে মদ বিক্রির পরিমাণ বেড়েছে। এদিন মোট ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। দুর্গা পূজার নবমীর দিন মদ বিক্রির পরিমাণ সামান্য কম হলেও ৬ কোটি টাকার নীচে আসেনি। এদিন ৬ কোটি ৩৪ লক্ষ ৯৯ হাজার টাকার মদ বিক্রি হয়েছে।পুজোর পাঁচ দিন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গড়ে ৬ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মদ বিক্রি সবচেয়ে বেশি হয়েছে পুজোর দশমীর দিন। দশমীতে মদ বিক্রি ছক্কা হাঁকিয়েছে। এদিন পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৭১ টাকার।শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকার। স্বাভাবিকভাবেই খুশি আবগারি দফতরের কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *