ব্রেকিং নিউজশীর্ষ খবর

মণিপুর ইস্যুতে আজ থেকে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস! বিস্তারিত জানুন

নিউজ বাংলা লাইভ: মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বিরোধীদের দাবীতে উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন। এরই মধ্যে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে আজ থেকে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সংগঠনের রাজ্য চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বিধানসভা ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। তিনি বলেন, মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে নিন্দা জানানোর ভাষা নেই। সেই ঘটনায় আগামী এক মাসব্যাপী পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। শুরু হবে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচির মধ্যে দিয়ে। এর পর ধাপে ধাপে সমস্ত সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করা হবে।এ

দিকে, বিধানসভায় মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাব আনার দিনক্ষণ স্থির হবে আজ।

অন্যদিকে, বিজেপি, পঞ্চায়েত ভোটে সন্ত্রাস এবং মহিলাদের ওপর নির্যাতন নিয়ে বিধানসভায় দুটি মুলতুবি প্রস্তাব আনতে চলেছে। গতকাল পরিষদীয় দলের বৈঠকের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *