দার্জিলিংব্রেকিং নিউজ

মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত্ জওয়ানদের দেহ আনা হল শিলিগুড়িতে।

Swapan Pal, Darjeeling:-মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত্ জওয়ানদের দেহ ফিরিয়ে আনা হল শিলিগুড়িতে।  শনিবার সকালে সেনার বিশেষ হেলিকপ্টারে দু’দফায় মৃত সেনাদের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয়। মণিপুর থেকে বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ঘাটির আলফা জোনে নিয়ে আসা হয়। প্রথমে ছয় জন সেনার দেহ নিয়ে আসা হয়। পরে আরও পাঁচ সেনার দেহ নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে ওই দেহগুলি নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা ছাউনিতে। সেখানে জওয়ানদের গার্ড অফ অনারের মাধ্যমে তাদের শেষশ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে সড়কপথে দেহ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিন মৃত সেনাদের শেষশ্রদ্ধা জানাতে ব্যাঙডুবি সেনা ছাউনিতে স্থানীয় পুলিশ, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি সহ পাহাড়ের মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন ভাবী জিটিএ চেয়ারম্যান অনিত থাপা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। অবসরপ্রাপ্ত সেনা কর্মী মণিকুমার রাই বলেন, “আমাদের কাছে সত্যিই খুব দুঃখের সময়। গোটা পাহাড়ে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে এইভাবে এতো জন সেনার মৃত্যু হয়নি। তার মধ্যে অধিকাংশই দার্জিলিংয়ের।” বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “গোটা দেশের কাছে আজ গভীর শোকের দিন। এখানে আমরা তাদের শেষশ্রদ্ধা জানালাম।” সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, “খুব খারাপ লাগছে। এতো সেনা এইভাবে অকালে প্রাণ হারালো। তা সত্যিই দুঃখজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *