দেশবিনোদন

ভ্রাতৃদ্বিতীয়ার দিন কী করলে ভাইয়ের উন্নতি পাকা? জানাচ্ছে জ্যোতিষ । এখনই জেনে নিন

নিউজ বাংলা টুডে ডেস্ক:-ভাইফোঁটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা পালিত হয়। উত্তর ভারতে এই তিথিকে ভাই দুজ বলা হয়। আবার দক্ষিণ ভারতে এটি যম দ্বিতীয়া নামে পরিচিত। চলতি বছর তিথি গোলযোগে ২৬ ও ২৭ অক্টোবর এই দুদিই ভাই ফোঁটা পালিত হবে। এই দুদিনই দ্বিতীয়া তিথি থাকছে। তাই যাঁরা দুপুরবেলা ফোঁটা দেন তাঁরা ২৬ তারিখ পালন করবেন, আবার যাঁরা সকালে ফোঁটা দেন তাঁরা ২৭ তারিখ এটি পালন করবেন। পঞ্জিকা অনুযায়ী দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬ অক্টোবর ২টো ৪২ মিনিট থেকে যা শেষ হবে ২৭ অক্টোবর ১২টা ৪৫ মিনিটে। শাস্ত্র মতে ২৬ অক্টোবর ভাই ফোঁটা দেওয়া অধিক শুভ। তবে যাঁরা ২৭ অক্টোবর এই উৎসব পালন করতে চান, তাঁরা ১১টা ৭ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে ফোঁটা দেবেন। ভাইফোঁটার দিন বোনেরা তাঁর ভাইয়ের মঙ্গল কামনা করে তাঁদের কপালে ফোঁটা দেয়। দেখে নেব নিয়মগুলো কী কী— ১) ভাইকে ফোঁটা দেওয়ার আগে প্রদীপের আরতি করতে হবে, তার পর ফোঁটা দিতে হবে।২) ভাইফোঁটার দিন কাঁসা-পিতলের বাসন ব্যবহার করা শুভ বলে মানা হয়। স্টিল বা কাচের বাসন ব্যবহার করতে নেই।৩) ভাইফোঁটা দেওয়ার আগে বোনেরা অবশ্যই তাঁদের নিজের নিজের ইষ্টদেবতার কাছে ভাইয়ের মঙ্গলকামনা জানিয়ে পুজো করে তার পর ফোঁটা দিন।৪) এই দিন ভাইকে তাঁর পছন্দের মিষ্টি বা খাবার পরিবেশন করতে হয় এবং ভাই-বোনের একে অপরকে উপহার দিতে হয়।৫) এই দিন অবশ্যই ভাইদের পূর্ব দিকে মুখ করে বসিয়ে তার পর ফোঁটা দিতে হবে।৬) ভাইয়ের কপালে যে চন্দন ব্যবহার করা হবে, সেই চন্দন অবশ্যই গঙ্গাজল দিয়ে তৈরি করুন। গঙ্গাজল যদি সম্ভব না হয়, তা হলে গোলাপ জল ব্যবহার করতে পারেন।৭) এই দিন ভাইয়ের কপালে কেশর চন্দন একত্রে মিশিয়ে ফোঁটা দিন।৮) ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, ভাই যেন সুতির কাপড়ের আসনে বসে।৯) ফোঁটা দেওয়ার জন্য চন্দন, দই, শিশিরের জল এবং কালি অবশ্যই ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *