কলকাতা

ভোররাতে সেন্ট্রাল এভিনিউতে ভয়াবহ অগ্নিকান্ড! মৃত ১

কলকাতা: ভোররাতে সেন্ট্রাল এভিনিউতে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেরে দাও দাও করে জ্বলে উঠলো জ্বালানি বোঝাই একটি ট্যাংকার। দুর্ঘটনার ফলে ট্যাঙ্কারে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে যান ট্যাংকার চালক। অগ্নিকাণ্ডের ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকলের দশ খানা ইঞ্জিন। পরে ট্যাংকারের ভিতর থেকে চালকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ভোরবেলা তীব্র গতিতে ধর্মতলার দিক থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে আসছিল একটি তেল ভর্তি ট্যাংকার। এমন সময় মোহাম্মদ আলী পার্কের কাছে হঠাৎ করেই সেই ট্যাংকারের চাকা ফেটে যায় ফলে নিয়ন্ত্রণ হারান চালক। প্রথমে রাস্তার পাশে দাঁড়ানো একটি লরিতে গিয়ে সজরে ধাক্কা মারে ওই ট্যাঙ্কার।। উল্টে যায় ট্যাংকার। ট্যাঙ্কারে জ্বালানি ভর্তি থাকায় দুর্ঘটনার ফলে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে ওই ট্যাঙ্কার। স্থানীয়রা জানিয়েছেন যে জায়গায় ট্যাংকার উল্টে যায় তার পাশেই দুটি বাড়িতে মানুষ বসবাস করেন। সেই বাড়িগুলোর সামনে এই দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি আরো বৃহত্তর আকার ধারণ করত।। ট্যাংকার যে বহুতলের সামনে উল্টে যায় সেটি পরিত্যক্ত হলেও বাড়িতে নিচে একটি সার্জিক্যাল সামগ্রিক দোকান ছিল। দুর্ঘটনার সময় ওই দোকান বন্ধ ছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ে ওই দোকানটিতেও। দমকল পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল একটি লেন। মৃত ট্যাংকার চালকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *