জেলামালদা

ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পর প্রতিশ্রুতি দীর্ঘ ১০বছর আজও বেহাল

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু সুরাহা হয় না। এমনই এক চিত্র দেখা গেল মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের জালালপুর থেকে কদমতলা যাওয়ার দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তাকে ঘিরে। গত ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই রাস্তা। ফলে স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যেকোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ১০ কিলোমিটার রাস্তা জুড়ে বড় বড় গর্ত, খানাখন্দে ভরে গিয়েছে।বর্ষার সময় বৃষ্টি হলে জলে পরিপূর্ণ থাকে সেই খানাখন্দ। দেখলে তো বোঝাই যাবে না যে রাস্তা না অন্য কিছু। এমনকি ছোট বড় গাড়ি উলটে গিয়ে দুর্ঘটনা তো নিত্যদিন ঘটছে! তবে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তার বেহাল অবস্থার জন্য প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে রোগী ও তার পরিবারদের।

এদিকে শুধু রাস্তায় সমস্যা থেকে বঞ্চিত নয় এই এলাকা। স্থানীয় বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল থেকেও বঞ্চিত বলে অভিযোগ। সংশ্লিষ্ট এলাকায় মোট ১৩ টি গ্রাম পড়ে। যার মধ্যে উন্নয়নের আঁচ এখনো অবধি পড়েনি সে সমস্ত গ্রামে বলেও অভিযোগ। বাসিন্দাদের মূলত অভিযোগ, রাস্তার অবস্থা বেহালের পাশাপাশি তারা পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত। যার ফলে বাধ্য হয়ে তারা পুকুরের জল, টিউবলের দূষিত জল পান করছেন। তারা অভিযোগ করে বলেন, এলাকায় জলাধার নির্মিত হলেও রয়েছে গ্রামে গ্রামে পাইপ লাইন। তবে পরিশ্রুত পানীয় জল এসে পৌঁছায় না সে সমস্ত গ্রামগুলোতে। পাশাপাশি গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন, ভোটের পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোন জন প্রতিনিধি থেকে শুরু করে বিধায়কের দেখা মেলেনি। এমনকি তারা এটাও জানিয়েছেন যে তাদের বিধানসভা এলাকার বিধায়ককে তারা চেনেনই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *