এগরাপূর্ব মেদিনীপুর

ভোটদানের অনুপাতকে উন্নত করতে এবং ভোটারদের সুবিধার্থে এগরা মহকুমা প্রশাসনের বিশেষ ওয়েব পোর্টাল

ভোটারদের সুবিধার্থে এবং ভোটদানের অনুপাতকে উন্নত করতে এগরা মহকুমা প্রশাসনের উদ্যোগে নেওয়া হল বিশেষ উদ্যোগ। চালু করা হল ভোটার সহায়তা পোর্টাল https://www.votersahayata.in।

মেদিনীপুর লোকসভার এগরা বিধান সভা এবং কাঁথি লোকসভার পটাশপুর, ভগবানপুর বিধানসভা এবং কাঁথি লোকসভার এগরা বিধানসভা অধিক্ষেত্রের সকল ভোটার এই পোর্টালের সুবিধা পাবেন। কি এই ওয়েব পোর্টাল? এগরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোর্টালে গিয়ে ড্রপবক্স থেকে নিজের লোকসভা বিধানসভা ব্লক এবং পোলিং স্টেশন সিলেক্ট চারটি বিষয় দেখতে পাওয়া যাবে।

১। ৩০ মিনিট অন্তর জানা যাবে এগরা মহকুমায় মোট কত শতাংশ ভোট পড়েছে

২। গুগল ম্যাপের সহায়তায় জানা যাবে ভোট কেন্দ্রে সঠিক অবস্থান।

৩। পোর্টালে থেকে থেকে সহজেই জানা যাবে ভোট কেন্দ্রের সেক্টর ও বুথ লেভেল অফিসারের নাম সহ মোবাইল নম্বর

৪। এছাড়াও ওয়েব পোর্টাল থেকে পাওয়া যাবে ভোট কেন্দ্রের বিভিন্ন ছবি।এগরা মহকুমা শাসক মঞ্জীত কুমার যাদব জানান,

“পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে যাতে ভোটারগন উপকৃত হতে পারেন। এটি ভোটারদের ভোটদানের অনুপাতকে উন্নত করবে। এছাড়াও ভোটের দিন ভোট সম্পর্কিত সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য দিয়ে ভোটারদের সাহায্য করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *