মানিকচকমালদাশীর্ষ খবর

ভুট্টা গাছ নষ্ট করার প্রতিবাদ করায় বেধড়ক মারধর দুই কৃষককে! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মানিকচক এলাকায়

পার্থ ঝা, মানিকচক: ভুট্টার গাছ নষ্ট করার প্রতিবাদ করায় আক্রান্ত দুই কৃষক।ঘটনাকে কেন্দ্র করে তীব্র উওেজনার সৃষ্টি হয় মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের কালিন্দ্রী রাজনগর এলাকায়।ঘটনায় জখম অবস্থায় দুই কৃষক চিকিৎসাধীন মানিকচক গ্রামীন হাসপাতালে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে,সংশ্লিষ্ট এলাকায় ভুট্টার জমি রয়েছে স্থানীয় কৃষক ফিরন তাঁতি ও দিলীপ তাঁতির।ফিরেন তাঁতি জমিতে কাজ করতে গিয়ে দেখেন তার ভুট্টার জমিতে বেশ কিছু যুবক ভুট্টার গাছ নষ্ট করছে।এরই প্রতিবাদ করেন কৃষক ফিরেন তাঁতি গেলে বেশ কিছু যুবক পালিয়ে যায় এবং একজনকে ধরতে সক্ষম হলে।পরবর্তীতে বাকি যুবকেরা দলবল মিলে লাঠি ও ধারালো হাসুয়া নিয়ে দুই কৃষকের উপর চড়াও হয়।

যার ফলে দুইজন কৃষককে সেখানেই বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ।কোনক্রমে সেখান থেকে প্রানে বেঁচে পালায় দুই কৃষক।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মানিকচক গ্রামীন হাসপাতালে।এই ঘটনার বিবরন দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *