Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

ভীমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে বিজ্ঞান প্রর্দশনী ও প্রতিযোগিতায় তাক লাগালো ছাত্রছাত্রীরা

নিউজ বাংলা লাইভ : ভগবানপুর ; অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়া, ল্যান্ডার বিক্রম, আদিত্য এল ১, অটোমেটিক টুলুপাম্ম সিস্টেম, মডার্ন সিটি হরেক মডেলের প্রোডাক্ট নিজে হাতে তৈরি করে তাক লাগালো স্কুল পড়ুয়ারা। জীববিদ্যা,পদার্থবিদ্যা, গণিত-সহ বিজ্ঞানের সব ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা করলো ভগবানপুরের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তন। হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে বিজ্ঞান প্রর্দশনী ও প্রতিযোগীতা হয়। আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে পড়ুয়াদের বিজ্ঞানমনস্কতা ছিল চোখে পড়ার মতো। নিজেদের হাতে তৈরি সেই সব মডেল কী ভাবে মানুষের কাজে আসতে পারে তার খুঁটিনাটি ব্যাখ্যা তুলে ধরে স্কুলের ছাত্রছাত্রীরা।দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মূলত অংশ নেয়। দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দশম শ্রেণির বিভাগে ১৫ টি মডেল প্রর্দশিত হয়। একাদশ – দ্বাদশ শ্রেণির বিভাগে ৩৪ টি মডেলের প্রতিযোগিতা হয়। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হানাধিকারীকে পুরস্কৃত করা হয়। নিজেদের হাতে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খুব খুশি স্কুলের ছাত্র-ছাত্রীরা।

ভবিষ্যতে বিজ্ঞান মনোভাব নিয়ে এগোতে চাই স্কুলের সায়েন্সের ছাত্র-ছাত্রীরা। ভগবানপুরের প্রত্যন্ত এলাকার এই স্কুলে প্রথম এমন মনোভাব নিয়ে এলো। যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা তারা বর্তমান সময়ে মোবাইলে আসক্ত না হয়ে নিজেদের উদ্যোগে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *