পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদল

মহিষাদলের রথযাত্রায় ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের বৈঠক।

নিউজ বাংলা টুডে , মহিষাদল : মহা ধুমধামে পালিত হবে আগামীকাল মহিষাদলের ঐতিহ্যমন্ডিত অতি প্রাচীন রথযাত্রা ও লোকসংস্কৃতি উৎসব। সৌভ্রাতৃত্বের মিলনমেলায় পরিণত হবে মহিষাদলের রথযাত্রা। রথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ মিলিত হবে মহিষাদলের মেলায় বলে জানান , রথ পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। মহিষাদল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশ চন্দ্র মন্ডল জানিয়েছেন, করোনার আবহে ২০২০ -২০২১ সালে রথের চাকা গড়ায়নি। রথ সড়ক এলাকায়ও রাজবাড়ীর ভিতরে কোন মেলাও বসে নি। লক্ষাধিক পুূর্ণার্থীদের ভিড় হবে জেনে প্রস্তুতি চলছে। রথ সড়কএলাকা, গুন্ডিচায় মাসির বাড়ি, মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল, বিডি অফিস প্রাঙ্গন, সারা বাজার এলাকা ও রাজবাড়ীর ছোলাবাড়ি ময়দানও আম্রপুঞ্জে দু’দিন ধরে সেনিটাইজার ও বিচিং পাউডার ছড়ানো চলছে। জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, মহিষাদল, সুতাহাটা ও রামনগর সহ যেসব জায়গায় রথে বেশি পুণ্যার্থীরা উপস্থিত হয়, সেখানে ভিড় নিয়ন্ত্রণে স্পেশাল পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, রথযাত্রা গুলিতেও পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে পুণ্যার্থীদের সহায়তার জন্য । মহিষাদল নিহারীকা ক্লাবের সম্পাদক মানস বেরা জানান , আগামীকাল মহিষাদল রথযাত্রা উপলক্ষে মহিষাদল পুরাতন বাসস্ট্যান্ডে একটি বড় ধরনের জলছত্র দান ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে । জলছত্র দানে ক্লাবের প্রায় ৪০থেকে ৫০ জন সদস্য -সদস্যা থাকবে আগত পুণ্যার্থীদেরকে পরিস্রুতপানীয় জল, বাতাসা ,ছোলা ওগুড় ইত্যাদি দান করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *