মালদাশীর্ষ খবরহরিশ্চন্দ্রপুর

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের

পার্থ ঝা,হরিশ্চন্দ্রপু: রুটি রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন মালদহের এক যুবক।ভেবেছিলেন বাইরে কাজ করে পরিবারের আর্থিক দুর্দশা কাটিয়ে উঠতে পারবেন।কিন্তু তার আর ফেরা হল না।মঙ্গলবার ভোরে ভিন রাজ্য ঊড়িষ্যা থেকে যুবকের কফিনবন্দি দেহ পৌঁছাল গ্রামের বাড়িতে।কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজনেরা।জানা যায়,মৃত ওই যুবকের নাম সানি আলি (১৭),বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়,স্থানীয় এক ঠিকাদারের মারফতে চলতি মাসের ৯ তারিখে সানি আলি উড়িষ্যায় জলের ট্যাংক নির্মাণের কাজ করতে গিয়েছিল।সেখানে যাওয়া মাত্র ১১ দিন হয়েছিল।রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গে অর্ধেক ঘন্টা ফোনে কথাও বলেন।ঘন্টা খানেক পরেই ফোনে ছেলের মৃত্যুর খবর শুনতে পাই।

মৃত্যু সানির বাবা আসিম আলি জানান,তার তিন ছেলে ও এক মেয়ে।সানি বড় ছেলে।অভাবের সংসার।ভুটভুটি চালিয়ে কোনরকমে দিনগুজরান করেন।পরিবারের অভাব দেখে দুমুঠো ভাত জোগাড়ের আশায় বড় ছেলে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিল।

সহকর্মী সূত্রে জানা যায়,এদিন রাতে খাওয়া দাওয়া সেরে সকলে বিছানায় ঘুমাতে যায়।এই সময় সানির হেঁচকি উঠে।নিমেষের মধ্যে তার শরীর অবশ হয়ে পড়ে।সহকর্মীরা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই খবর বাড়িতে পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।ছেলের অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন মা বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *