জেলাব্রেকিং নিউজ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির মাটিগাড়া বালাসন সেতু,ঘুরপথে যান চলাচলের নির্দেশ পুলিশের।

নিজস্ব প্রতিনিধি স্বপন পাল দার্জিলিং
টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি মাটিগাড়ার বালাসন সেতু। ভারী বর্ষণে র যে রে সেতুর মাঝখানের একটি পিলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ইতিমধ্যে ই সেতুর উপর দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত দু চাকার গাড়ি এবং হাঁটাপথে মানুষ যাতায়াত করতে পারছে সেতু দিয়ে অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বালাসন সেতু পরিদর্শন করে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই সেতু দিয়ে বড় গাড়ি যাতায়াত না করে এলাকার প্রচুর ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি বালাসন সেতুবন্ধ হওয়ার দরুন নৌকাঘাট ও ফুলবাড়ী ফাঁসি দেওয়া হয়েছে এবং অন্যান্য গাড়ি যাতায়াত করছে পুলিশ কমিশনার বলেন ভারী বর্ষণের জেরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি শীঘ্রই মেরামত করা হবে বলে তিনি জানান। অন্যদিকে বহু পর্যটক সিকিম থেকে শিলিগুড়ি আসার জন্য কোন যানবাহন পাচ্ছেন না এবং বেশ কয়েকজন মাঝপথে এসে ধ্বংসের জন্য আটকে রয়েছেন বলে জানা গেছে। আজও দার্জিলিং পাহাড়ে একটি টানা বৃষ্টি চলছে। পাহাড়ের ছোট ছোট নদী গুলির জল উপচে পড়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের তরফে তিস্তা বাজারের নদীর আশেপাশে বসবাসকারীদের সাময়িক সড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *