Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

ভারত ছাড়ো আন্দোলনের ৮১তম বর্ষপূর্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে কয়েক হাজার সমর্থককে নিয়ে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী

নিউজ বাংলা লাইভ : ভারত ছাড়ো আন্দোলনের ৮১তম বর্ষপূর্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক বানপুকুর শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দেওয়ার পর তাঁর পাদদেশ থেকে হাসপাতাল মোড় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ পর্যন্ত কয়েক হাজার সমর্থককে নিয়ে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করলেন। ভারতবর্ষ প্রথম স্বাধীনতা পেয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের বানপুকুরে মাতঙ্গিনী হাজরার হাত ধরে। আজকের দিনে, সেই দিবস উদযাপন। তমলুক এর বর্গভীমা মন্দিরে এসে প্রণাম করার পর ওই মন্দিরের গরীব দুঃখী ভিখারিদের সাথে বসে কথা বললেন শুভেন্দু অধিকারী।

এদিন তমলুকে এসে শুভেন্দু অধিকারী ইউনিভার্সিটি প্রসঙ্গে বললেন

মহিষাদলের ইউনিভার্সিটি দেখে আসুন,কেন্দ্র সরকারের যতটা টাকা দিয়েছিল ততটা হয়েছে তারপর পড়ে রয়েছে।রাজ্যপাল যখন হাতে খড়ি নিচ্ছিল তখন মিষ্টি ছিল,যখন ভিসি নিয়ে সমর্থন করছেন না তখন তেতো। আসলে মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন। মিথ্যা ছাড়া সত্যি বলেন না। সিতারা নিয়ে চলি রাহুল গান্ধী অনুরোধ করেছেন এই রাজ্যে দুটো দল উঠে যাচ্ছে আপনারা একটু গালাগালি দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *