জেলাব্রেকিং নিউজ

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা দার্জিলিংয়ের মিম চা বাগান পরিদর্শন করলেন।

ভ্রমণএর শুরুতে উনি সোলিং গুম্ফা 110 বছরের পুরনো এই গুম্ফা দর্শন করে ভ্রমণ শুরু করলেন। মিম বস্তী এসএসকে স্কুল ইত্যাদি ঘুরে দেখলেন এবং মিম চা-বাগানের শ্রমিকদের সমস্যা সমস্যার কথা শুনলেন। মিম স্কুল গুম্ফা গাও পৌঁছাতে বহু মানুষ তাকে স্বাগত জানায় এবং মিম বস্তির রাস্তাঘাট ও স্কুল নির্মাণে প্রস্তাব দেন অনিত থাপাকে। এলাকার বাসিন্দাদের জানান এই এলাকার উন্নয়ন কেবলমাত্র সরকারের দ্বারা সম্ভব তাই বাসিন্দাদের বুঝতে হবে তারা যখন ভোট দেন কাকে ভোট দিচ্ছেন এ কথাটা মনে রাখতে হবে। তবে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন সরকারের কাছে বস্তিবাসীর দাবি তুলে ধরতে। সেইসঙ্গে জানিয়ে দেন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আজকের ভ্রমণ সঙ্গী ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা জে বি তামাং , সতীশ পোখড়েল ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *