দুর্ঘটনামালদাশীর্ষ খবরহরিশ্চন্দ্রপুর

ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুই বসতি বাড়ি সহ তিন লক্ষ টাকা

পার্থ ঝা, মালদা: ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের দুইটি বসতবাড়ি সহ নগদ তিন লক্ষ টাকা।সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার বিকেল পাঁচটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া মসজিদ পাড়ার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আব্দুল রোফ এর বাড়িতে।আগুনে হতাহতের খবর পাওয়া না গেলেও বাড়িতে থাকা আসবাবপত্র কাপড়-চোপড়,খাদ্যশস্য,বিভিন্ন সরকারি কাগজপত্র ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।

স্থানীয় সূত্রে জানা যায়,এদিন বিকেল পাঁচটা নাগাদ আব্দুল রোফের স্ত্রী মার্জিনা বিবি বাড়ির দরজা বন্ধ করে ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায়।আচমকাই বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে।আগুনের লেলিহান শিখা এতোটাই তীব্র ছিল যে প্রতিবেশীরা ছুটে এসেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে সাহস পায়নি।

ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িতে থাকা আসবাবপত্র,কাপড়চোপড়,খাদ্য শস্য ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটি সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মার্জিনা বিবি জানান,তার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনোরকমে সংসার লালন পালন করে থাকেন।তাদের বাস্তু ভিটা ছাড়া এক ছটাক জমি নেই।পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।তার স্বামী ভিন রাজ্যে কঠোর পরিশ্রম করে দীর্ঘ বছর ধরে পাকা বাড়ি করার জন্য তিলে তিলে তিন লক্ষ টাকা বাড়িতে জমিয়েছিলেন।এই অগ্নিকাণ্ডে সেই তিন লক্ষ টাকাও পুড়ে ছাই হয়ে যায় বলে জানান।আগুন কিভাবে লেগেছে সে কিছুই বলতে পারছে না।

তুলসীহাটা দমকল অফিস লিডার নিবাস মাহালি জানান,ফোন করা মাত্রই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়।আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।এই ভয়াবহ আগুনে দুইটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।আগুনের সঠিক উৎস জানা না গেলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে রান্না ঘর থেকেই এই আগুন ছড়িয়েছে।বাড়ির ভিতরে পাটকাঠি ও জ্বালানি মজুত থাকার কারণেই এই আগুন ভয়াবহ আকার নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *