মানিকচকমালদাশীর্ষ খবরস্বাস্থ্য

ভগ্ন দশায় পড়ে রয়েছে রক্ত সঞ্চয় ইউনিট কক্ষ

পার্থ ঝা,মানিকচক: রয়েছে ঘর আছে এসি সহ অত্যাধুনিক মানের যন্ত্রপাতি।কিন্তু আট বছরেও মানিকচক গ্রামীন হাসাতালে রক্ত সঞ্চয় কক্ষ।লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি ওই রক্ত সঞ্চয় কক্ষের যন্ত্রপাতিগুলি নষ্ট হতে বসেছে।

জানা গেছে,২০১৫ সালে মানিকচক গ্রামীন হাসপাতাল চত্বরে রক্ত সঞ্চয় ইউনিট খোলা হবে বলে সিদ্ধান্ত হয়।সঞ্চয় কক্ষ নির্মানে আনুমানিক ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়।মানিকচকের তৎকালীন বিএমওএইচ জয়দেব মজুমদারের আমলে রক্ত সঞ্চয় কক্ষ তৈরিও করা হয়।১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ দুটি এসি,ডিপ ফ্রিজ,রক্ত সুরক্ষা রাখতে মেশিন বসানো হয় সেই কক্ষে।খরচ করে মেশিনগুলি বসানোই হল।প্রায় আট বছর কেটে গেলেও সেগুলি অব্যহৃত অবস্থায় পরে থেকে যন্ত্রগুলি অকেজো হয়ে গিয়েছে বলে জানা গেছে।বর্তমানে রক্ত সঞ্চয় কক্ষটি ধুলোবালি পরিপূর্ন হয়ে পড়েছে।

এ বিষয়ে মানিকচক বিএমওএইচ অভীক শঙ্কর কুমার জানান, বিএমওএইচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।রক্তের জন্য আমাদের মালদা ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করতে হয়।আমাদের হাসপাতালে প্রচুর রোগির চাপ।রক্তের চাহিদাও প্রচুর।এই গ্রামীন হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট চালু হলে মানিকচকবাসী অনেক উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *