তমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির আহবানে তমলুকে ‘মার্চ ফর সায়েন্স’

নিজস্ব প্রতিনিধি,তমলুক:-ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে শিক্ষা ধ্বংসের পরিকল্পনা, গবেষণা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে; পরিবেশ, জলবায়ু সহ বিজ্ঞানকে রক্ষার দাবিতে আজ ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মার্চ ফর সায়েন্স অনুষ্ঠিত হলো তমলুক শহরে। তমলুকের হাসপাতাল মোড়ে সভার মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। এরপর মানিকতলা মোড় পর্যন্ত পদযাত্রায় সামিল হন শিক্ষক অধ্যাপক ছাত্রসহ বিভিন্ন স্তরের বিজ্ঞান অনুরাগী মানুষজন। হাসপাতাল মোড়ে সভায় বক্তব্য রাখেন জেলা কার্যকরী সভাপতি গুরুপ্রসাদ জানা, জেলা সম্পাদক সুমন্ত সী, সহ-সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, কালিশঙ্কর ঘোড়াই প্রমূখ।সুমন্ত বাবু বলেন কেন্দ্রীয় সরকার বিজ্ঞানের ক্ষেত্রে বরাদ্দ ক্রমশ কমাচ্ছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অবৈজ্ঞানিক প্রথা শিক্ষায় অন্তর্ভুক্ত করছে। জ্ঞানের কোন গণ্ডি হয় না। আমরা এর বিরোধিতা করছি। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষত উষ্ণায়ন যেভাবে বাড়ছে সে সম্পর্কে সচেতন না হলে আগামী দিনে বিপর্যয় নামবে। সর্বস্তরের মানুষকে তিনি এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *