কাঁথিপূর্ব মেদিনীপুরশিক্ষাশীর্ষ খবর

ব্রতচারী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কাজলা জনকল্যাণ সমিতি ও ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের যৌথ পরিচালনায় ও বাংলার ব্রতচারী সমিতির ব্যবস্থাপনায় ১৫দিনের সংক্ষিপ্ত পর্যায়ের ব্রতচারী প্রশিক্ষণের আজ পরিসমাপ্তি ঘটলো। সকাল থেকে প্রশিক্ষনার্থীরা ১৫দিন ধরে যা শিখেছেন তার অভি প্রদর্শন করল।

এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য নন্দ দুলাল মাইতি, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমলেন্দু হাজরা, বিদ্যালয়ের সভাপতি বুদ্ধদেব মাইতি, নির্মল প্রধান, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন বাগ, উপ প্রধান নীলকমল ঘোড়াই, কাজলা জনকল্যাণ সমিতির কো অর্ডিনেটর অশেষ চক্রবর্তী ও বিবেকানন্দ সাহু।

এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ব্রতচারী সমিতির প্রশিক্ষক বিকাশ কুমার বারিক, মানসী মন্ডল, মৈত্রী জানা গিরি, তুহিনা মন্ডল বারিক, সোমা মন্ডল। আগামী দিনে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠের মাঠে নিয়মিত ব্রতচারীরা অভ্যাস করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *