দুর্ঘটনাদেশব্রেকিং নিউজহরিশ্চন্দ্রপুর

বোনের বিয়ে আর ধুমধাম করে দেওয়া হলো না!ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত দাদা

নিউজ বাংলা লাইভ : প্রায় ছয় দিন পরে বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন চেন্নাইতে পাইপ লাইনের কাজে কর্মরত পরিযায়ী শ্রমিক কৃষ্ণ রবিদাস।

কিন্তু নিয়তির করুন পরিহাস,আর তার বাড়ি ফেরা হলো না।গত শুক্রবার ঘটে যাওয়া উড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কৃষ্ণ রবি দাসের।মাত্র ২৩ বছর বয়সে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হল কৃষ্ণ দাস কে।জানা গেছে,কৃষ্ণ রবি দাসের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিপুলতলা গ্রামে।কৃষ্ণ রা চার ভাই দুই বোন।কৃষ্ণ ছিল বাড়ির ছোট ছেলে।বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা হেমন্ত রবিদাস ও মা যশোদা রবিদাস।ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা যশোদা রবিদাস।কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা।

মৃত কৃষ্ণ রবিদাসের মা যশোদা রবিদাস জানান,ট্রেন দুর্ঘটনার পর তিনদিন ধরে কৃষ্ণের কোন হদিস পাওয়া যাচ্ছিল না।সরকারি হেল্পলাইনে ফোন করেও কোন খোঁজ মিলছিল না।অবশেষে সোমবার সরকারি সূত্রে খবর পেয়ে কৃষ্ণ’র দাদা অশোক রবিদাস উড়িশার ভুবনেশ্বর হাসপাতালের মর্গে ভাইয়ের মুন্ডুহীন দেহ শনাক্ত করেন।জামা,প্যান্ট,বেল্ট এবং পকেটে থাকা আধার কার্ড দেখে ভাইকে চিনতে পারেন দাদা।মৃতের বাবা হেমন্ত রবিদাস জানান,আগামী ১২ জুন তার ছোট মেয়ের বিয়ে রয়েছে।বোনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য কৃষ্ণ বাড়ি ফিরছিলেন।ইতিমধ্যে এই ট্রেন দুর্ঘটনায় কেড়ে নিল তার ছেলের প্রাণ।স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার উড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল।করমন্ডল এক্সপ্রেস এবং হামসাফার এক্সপ্রেস এর বগি গুলির মধ্যে একে অপরের ধাক্কায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়।হামসাফার এক্সপ্রেস এর জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী ছিলেন কৃষ্ণ।তিনি চেন্নাই থেকে হাওড়া ফিরছিলেন।ট্রেনে ওঠার আগে বাড়িতে ফোন করেছিল কৃষ্ণ।সেই শেষ কথা। তারপর আর বাড়ির লোকের সঙ্গে কথা হয়নি।এদিকে ট্রেন দুর্ঘটনার খবর আসার পর থেকেই কৃষ্ণের খোঁজে বারবার ফোন করছিলেন তার বাড়ির লোকেরা কিন্তু কোন খবর মিলছিল না।তিন দিন কেটে যাওয়ার পর সোমবার উড়িশার ভুবনেশ্বর হাসপাতালের মর্গ থেকে দাদা অশোক ভাইয়ের দেহ শনাক্ত করেন।আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অ্যাম্বুলেন্সে কৃষ্ণের দেহ গ্রামের বাড়িতে ফিরবে বলে খবর পাওয়া গিয়েছে।গ্রামের ছেলের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছাতে শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।

খবর পেয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন কৃষ্ণের বাড়িতে গিয়ে সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *