Breakingদেশব্রেকিং নিউজশীর্ষ খবর

বেহাল ব্রিজ মেরামত না হওয়ায় ভোট বয়কট হুঁসিয়ারি! বিক্ষোভের মুখে শতাব্দী রায়

নিউজ বাংলা লাইভ : দীঘল গ্রামের পর এবার সেকেড্ডাতেও বিক্ষোভের মুখে শতাব্দী রায়। এরপরেও যদি বেহাল ব্রিজ মেরামত না হয় তাহলে ভোট বয়কট করারও হুঁসিয়ারি দিয়েছেন তারা। মহম্মদ বাজারের দীঘল গ্রামের পর এবার সেকেড্ডাতেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। গ্রামবাসীদের দাবি

,” দীর্ঘদিন ধরে দ্বারকা নদীর ব্রিজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বারংবার প্রশাসনের দারস্ত হয়েও কোন কাজ হয়নি। জানানো হয়েছিল ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায় কেও। কিন্তু তারপরও শুধুই মিলেছে আশ্বাস হয়নি কোন সুরাহা। গ্রামবাসীদের দাবি এই সেকেড্ডা গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস এছাড়াও সেকেড্ডা সহ প্রায় পঁচিশটি গ্রামের মানুষের নিত্যদিন সিউড়ি সদর,মহম্মদবাজার থানা মোহাম্মদ বাজার ব্লক অফিস এবং সাঁইথিয়া যাতায়াতের ভরসা এই একটি মাত্র ব্রিজ আর এই ব্রিজের বেহাল বেহাল দশার

কারণেই নিত্যদিন দুর্ঘটনার মুখে পড়তে হয় গ্রামবাসীদের।

আর এই অভিযোগ তুলেই গ্রামের বাসিন্দারা।পাশাপাশি গ্রামে প্রাথমিক স্কুলের দাবিও তোলেন তারা । এমনকি এই বিক্ষোভের পর শতাব্দী রায়ের তরফে কোনো প্রতিশ্রুতি না মেলায় ভোট বয়কটেরও হুঁসিয়ারি দিলেন গ্রামবাসিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *