তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

বেকার বিরোধী দিবসে তমলুকে বামপন্থী ছাত্র-যুবর ডাকে তমলুক SDO অফিস অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি বামপন্থী ছাত্র যুবদের

নিজস্ব প্রতিনিধি, তমলুক:মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের SDO অফিস অভিযানের ডাক দেওয়া হয় বামপন্থী ছাত্র যুবদের পক্ষ থেকে। মূলত বেকার বিরোধী দিবসকে কাজের দাবিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের ছয় লক্ষ শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে ও স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ করার দাবী, রাজ্যজুড়ে ৮২০৭ টি সরকারি বিদ্যালয় বন্ধ করার পরিকল্পনা বাতিল দাবিসহ একাধিক দাবিদাওয়াতে তমলুকের হসপিটাল মোড় থেকে মিছিল আকারে বামপন্থী ছাত্র-যুবরা SDO অফিস অভিযান করে।

তবে এই মিছিল যখন SDO অফিসের প্রবেশদ্বারের সামনে এসে পৌঁছায় তখন বিশাল পুলিশ বাহিনী দিয়ে মিছিল কে আটকে দেওয়া হয় । এর ফলে বামপন্থী ছাত্র যুবদের সাথে পুলিশের মধ্যে ধস্তাধস্তিও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *