Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন

নিউজ বাংলা লাইভ : আজ বিশ্ব সঙ্গীত দিবসে দক্ষিণ দমদম রবীন্দ্র ভবনে খ্যাতিনামা সঙ্গীত শিল্পীরা মঞ্চ কাপলেন।

২১শে জুন ১৯৮২ সালে প্যারিসে প্রথম বিশ্ব সংগীত দিবস হিসেবে উদযাপন করা হয়েছিল,তার কয়েক বছরের মধ্যে গোটা ১২০ টি দেশ এই দিনটিকে সংগীত দিবস হিসেবে উৎযাপন করেন। দক্ষিন দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রবীর পালের উদ্যোগে এবং দক্ষিণ দমদম সঙ্গীত মেলা কমিটির পরিচালনায় বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু

দমদমের সাংসদ সৌগত রায় সহ তৃণমূলের পৌর প্রতিনিধিরা।এই দিন সঙ্গীত দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এর পাশাপাশি সংগীত দিবস অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও করেন। এই সংগীত মঞ্চে গান করে দর্শকদের তৃপ্তির সাথে মনোরঞ্জন করলেন শিল্পী মোনময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, সিধু, রাঘব, প্রস্মিতা পাল, উজ্জয়নী মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *