ইতিহাসে আজকের দিনেপশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজ

বিশ্বাসঘাতকতা দিবস পালন করল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি , কৃষি আইন বাতিলের দাবী সহ একাধিক দাবীতে প্রায় ১১ মাস ধরে দিল্লিসহ সারা ভারতবর্ষের প্রবল কৃষক আন্দোলনের ফলে তিনটি কালা কৃষি আইন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাতিল করতে বাধ্য হয়েছে। কেন্দ্র বিজেপি সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে 706 জন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, কৃষকদের উপর চাপানো মিথ্যা মামলা প্রত্যাহার। কৃষিজ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, বিদ্যুৎ আইন বাতিল এবং উত্তর প্রদেশের লখিমপুর খেড়ির গণহত্যার সঙ্গে যুক্ত মন্ত্রী আশীষ মিশ্র টেনির পদত্যাগ সহ বিভিন্ন দাবি কার্যকর করা হবে । কিন্তু তা আজ পর্যন্ত তা পূরণ করেনি। এরই প্রতিবাদে সংযুক্ত কিষান মোর্চার ডাকে সোমবার সারা ভারতবর্ষে বিশ্বাসঘাতকতা দিবস পালন করল সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা রাজ্যের পাশাপাশি কেশিয়াড়ী ব্লকের হাতিগেড়িয়া এলাকায় বিশ্বাসঘাতকতা দিবস পালন করল সি পি আই এম।

এদিন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবীতে মিছিল ও পথসভার আয়োজন করে সি পি আই এম। মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সি পি আই এম নেতৃত্ব সিদ্ধার্থশংকর পন্ডা, বিমান ভট্টাচার্য সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *