ইতিহাসে আজকের দিনে

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতায়

নিউজ বাংলা লাইভ: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল কলকাতায় ফুটবল অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। বিকেলে মোহনবাগান ক্লাবে এক অনুষ্ঠানে মার্তিনেসকে সংবর্ধনা জানানো হয়। ক্লাব সচিব দেবাশিষ দত্ত, উত্তরীয় পরিয়ে লিওনেল মেসির সতীর্থ মার্তিনেসের হাতে পুষ্পস্তবক, স্মারক ও মিষ্টি তুলে দেন। সবুজ মেরুন জার্সি গায়ে মার্তিনেস, বহু স্মৃতি বিজড়িত শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব ঘুরে দেখেন। পেলে, মারাদোনা ও সোবার্সের নামাঙ্কিত ক্লাবের একটি গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের একটি প্রদর্শনী ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। হুড- খোলা গাড়িতে মোহনবাগান মাঠ পরিক্রমা করে মার্তিনেস, দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। লিয়োনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে কলকাতায় খেলার ইচ্ছার কথাও জানান।

মিলনমেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। সেখানে এক আলাপচারিতায় মার্তিনেস বলেন, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি। উৎসাহী মানুষের ভিড়ে সেখানে কিছুটা বিশৃংখলার সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *