Breakingদীঘাব্রেকিং নিউজশীর্ষ খবর

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘায় অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব

নিউজ বাংলা লাইভ: তমলুক;আজ একটি বিশেষ দিন। রাখিবন্ধন উৎসব। রাখি পরিয়ে মিষ্টি মুখ করানোর পাশাপাশি উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। আর সেই উপহার হিসাবে এবার দীঘায় ভ্রমণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট,শিশু কল্যান সমিতি, জেলা সমাজ কল্যান দপ্তর, জেলা আইনী সচেতনতা কেন্দ্র, জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালনের পাশাপাশি তাদের ইচ্ছা পূরনের জন্য দীঘায় ভ্রমণে নিয়ে যাওয়া হয়। এদিন তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক ৩০ জন শিশুকে নিয়ে যাওয়া হয় দীঘায়।

সেখানে তাদের ঘোরানোর পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সারাদিন তাদের দীঘার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এদিন বাসে করে তাদের দীঘার নিয়ে যাওয়া হয়। দীঘায় যেতে পেরে বেজায় খুশি আবাসিকরা। পুরনো দীঘায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ম্যাজিক শো দেখানো হয়। পাশাপাশি দীঘা সমুদ্র তটে বেলুন উড়িয়ে দেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচীব সমরেশ বেরা, দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মৌসুমী সদ্দার, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগের সামন্ত সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *