জেলাপশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজ

বিরসা মুন্ডার ১৪৭ তম জন্ম দিবস পালিত হলো কেশিয়াড়ী ব্লকের কানপুরে

নিজস্ব প্রতিনিধি , কেশিয়াড়ী-:: উলগুলান তথা মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসামুন্ডার ১৪৭ জন্মদিবস পালিত হল কেশিয়াড়ী ব্লকের কানপুরে। সোমবার অল ইন্ডিয়া জনঅধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে দিনটি পালিত হয়। জন্মদিবসে বিরসামুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কমিটির সদস্য সহ সকলেই। একটি সংক্ষিপ্ত সভার আয়োজন ছিল। সংক্ষিপ্ত সভায় বিরসা মুন্ডার এর ছোটবেলা ও  জীবন সংগ্রামের নানান দিক আলোচিত হয় এদিন। বিরসা মুন্ডার জীবন সংগ্রামকে চর্চার মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি থেকে। ফরেস্ট রাইটস্ অ্যাক্ট ২০০৬ কার্যকর করে আদিবাসীদের পাট্টা প্রদান, ফরেস্ট কনজার্ভেশন অ্যাক্ট ১৯৮০ এমেন্ডমেন্ট বিল প্রত্যাহার করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। অপরদিকে কানপুর বিরসামুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতনে পালিত হয় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। সকালে বিদ্যালয়স্থিত বিরসামুন্ডা ও বিদ্যাসাগরের মূর্তি তে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষকশিক্ষিকা সহ পড়ুয়ারা। দিনটি উপলক্ষ্যে একটি  আঞ্চলিক ভাষার চর্চা বিষয়ক একটি ঘরোয়া সভার আয়োজন ছিল এদিন। উপস্থিত সকলেই বিরসামুন্ডার পাদদেশে হাজির হয়ে শ্রদ্ধা জানান। বিরসামুন্ডার জীবনাদর্শের নানান দিক ও ঘটনা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *