নন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

বিধায়ক-এর উদ্যোগে পালিত হল শিশু দিবস

নিজস্ব প্রতিনিধি নন্দকুমার

“ভরে থাক আদরে আলাপে সমস্ত শিশুরা লাল গোলাপে..”
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত ও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর 132 তম জন্ম দিবস ও শিশু উৎসব উদযাপিত হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিডিও অফিসের কমিউনিটি হলে। নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে এর আহবানে উদযাপিত হলো শিশু দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। করোনাবিধি মেনে নন্দকুমার ব্লকের প্রায় তিন শতাধিক শিশুদের নিয়ে অঙ্কন, নাচ, গান আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সী, প্রদীপ দে, নারায়ন চন্দ্র বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার পর শিশুদের নিয়ে এই ধরনের প্রতিযোগিতা, খুশি শিশুরা থেকে অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *