Breakingব্রেকিং নিউজমহিষাদলশীর্ষ খবর

” বিঞ্জান প্রগতি স্রতো, জীবিন ভাসে কি চোরা পথে?” থিমকে সামনে রেখে খুঁটি পুজোর মধ্যদিয়ে পুজোর শুভ সূচনা

নিউজ বাংলা লাইভ : মহিষাদল;বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভশীল হয়ে পড়েছে সাধারণ মানুষ। সেই প্রযুক্তি সুফল ও কুফল তুলে ধরে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা ( MYCO) তাদের ৪৭ তম বর্ষের থিম করেছে “বিঞ্জান প্রগতি স্রতো, জীবিন ভাসে কি চোরা পথে?”। রবিবার খুঁটি পুজোর মধ্যদিয়ে মন্ডপ নির্মাণের কাজ শুরু হয়। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, জেলা পরিষদের সদস্য সীমা মাইতি সহ অন্যান্যরা। মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার এবছরে পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। মন্ডপের সাথে সামঞ্জস্য রেখেই সাবেকি প্রতিমা নির্মান হবে বলে জানান ক্লাবের সভাপতি কমল পট্টনায়ক ও সম্পাদক ছবিলাল মাইতি।বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে আরো সুন্দর করে তুলতে ক্লাব সংস্থার পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ শে আগষ্ট সমস্ত ক্লাব সংগঠনকে নিয়ে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করবেন। বাংলার দূর্গা ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। তাই এইবছরও যাতে ধুমধাম সহকারে পুজো হয় তার জন্য তৎপর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *