পূর্ব মেদিনীপুরময়নারাজনীতি

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইঞার দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত কলকাতার কমান্ড হাসপাতালে করানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট

নিউজ বাংলা টুডে ডেস্ক : পূর্ব মেদনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূইঞার খুনে সিভিক ভলেন্টিয়াররা জড়িত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন।তাঁর দাবি জেলা পুলিশ সুপার তাদের এই কাজে লাগিয়েছেন। আইনি পথেই এই মীমাংসা হবে।ময়নায় বিজেপির ডাকা আজকের ১২ ঘণ্টা বনধ সর্বাত্মক হয়েছে বলে জানিয়েছেন তিনি।তাঁর অভিযোগ অবরোধ তুলতে এবং বিক্ষোভকারীদের হটাতে নির্মমভাবে বল প্রয়োগ করেছে পুলিশ।

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিহত নেতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে ৫ লক্ষ্ টাকা তুলেদেন।যে জায়গায় বিজয়কৃষ্ণবাবুকে খুন করা হয়েছে বলে অভিযোগ সেই জায়গা তিনি ঘুরেও দেখেন।বনধ এবং পথ অবরোধ কে কেন্দ্র করে ময়না সহ জেলার বিভিন্ন এলাকা আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে।এদিকে, বিজয়কৃষ্ণ ভূইঞার দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কলকাতা হাইকোর্ট এর নির্দেশকে বিজেপি স্বাগত জানিয়েছেন।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,এরাজ্যের পুলিশের ওপর বিচার ব্যাবস্থার যে কোনো ভরসা নেই ,এই রায়েই তা প্রমাণিত।আগেই জানানো হয়েছে কলকাতার কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার বিজয়কৃষের দেহের ময়নাতদন্ত করানোর জন্য আজ নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।তাঁর পরিবারকে চার সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে এবং আগামী সোমবারের মধ্যে রাজ্যকে ঘটনার রিপোর্ট পেশের নির্দেশ ও দেন বিচারপতি।ময়না তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে।রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়,নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।দ্বিতীয়বার ময়না তদন্তে তাদের কোনো আপত্তি নেই।দ্বিতীয়বার ময়না তদন্তের সময় রাজ্যের দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং পরিবার উপস্থিত থাকতে পারবেন।ময়না তদন্তের রিপোর্ট ,পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল ।দেহ এখনও অবশ্য তমলুক মর্গে রাখা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *