পূর্ব মেদিনীপুররামনগর

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে! গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রর পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকার মাধবপুর পশ্চিম গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী স্বপন পন্ডা কে গত ২৯ জানুয়ারি রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে লালু পুলের কাছে কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী অতর্কিতভাবে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।আরও জানা যায় স্বপন পন্ডা প্রাণ বাঁচাতে একই গ্রামের বাসিন্দা চৈতালি গিরি যিনি পালধুই গ্রামপঞ্চায়েতের বিজেপি সদস্যার বাড়িতে আশ্রয় নিলে পিছু ধাওয়া করে আসে ওই তৃণমূলের দুষ্কৃতীরা, স্বপন পন্ডাকে মারধরের সাথে সাথে আশ্রয় দেওয়ায় চৈতালি গিরি এবং তার মাকেও মারধর করে বলে অভিযোগ উঠছে। ঘটনার পর তারা রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দোষীদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে, এবং পরে এগরা কাঁথি রাস্তার লালু পুলের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।তারা জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে আতঙ্কের মধ্যে কাটাচ্ছে পঞ্চায়েত সদস্যা থেকে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা।বিজেপি কর্মী সমর্থকদের আরোও দাবী, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি,উল্টে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নামে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।

অপরদিকে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতুরু দাস মহাপাত্র এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে এই সমস্যা, তারা আমাদের তৃণমূল নেতাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে নিজেরা দায় থেকে বাঁচার চেষ্টা করছে।তিনি আরো বলেন বিষয়টি কংগ্রেসের কোন এক কর্মী সমর্থকদের সঙ্গে হয়েছে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *